দুই নারীর গল্পের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে তানিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৩, ১৭:২০

ব্যক্তিজীবন নিয়ে চর্চার মাঝেই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন তিনি। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমায়। নাম ‘তাপ’।

এই সিনেমাটি পরিচালনা করবেন সুমন ধর। ‘তাপ’ হতে যাচ্ছে তার নির্মিত প্রথম চলচ্চিত্র। দুই নারীর গল্প বলবে এই সিনেমা। সেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তানিয়া আহমেদ।

খবরটি নিশ্চিত করে তানিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘পরপর দুদিন সিনেমাটি নিয়ে পরিচালকের সঙ্গে কথা হয়েছে। গল্পটা অনেক চমৎকার। প্যারালাল দুই নারীর গল্প বলা হবে এখানে। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে অসাধারণ লেগেছে।’

নিজের চরিত্র নিয়ে তানিয়া বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব।’

অভিনেত্রী বলেন, ‘আমি রায়হান খানের সিনেমায় যেটা করেছি, ওখানেও হিরো-হিরোইন আছে ঠিকই। কিন্তু অন্য যে চরিত্র আছে, একটা আমি করেছি, অন্যটা মিশা সওদাগর ভাই। আমাদের এই দুটি চরিত্র বাদ দিলে সিনেমার গল্পটা দাঁড়াবে না। আমি এ ধরনের কিছু একটা করতে চাই।’

এদিকে, সিনেমার শুটিং প্রসঙ্গে নবাগত চলচ্চিত্র নির্মাতা সুমন ধর জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে ‘তাপ’-এর শুটিং শুরু হবে। তানিয়া আহমেদ সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলেও পরিচালক উল্লেখ করেন।

(ঢাকা টাইমস/০১নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :