মুন্সীগঞ্জে সড়কে বাবা-ছেলের মৃত্যু, হাসপাতালে মা
মুন্সীগঞ্জ সদরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীরহাট-চিতলীয় সড়কে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নিহত শিশুর মা কুলসুম বেগমকে (২৮) প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর ২ আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সদরের আধারা ইউনিয়নের চিতলীয় বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে শহরে আসছিলেন ৫ যাত্রী। পথে চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের জুনিয়র হাই স্কুলের সামনে বিপরীতমুখী পণ্যবাহী ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা দাদন ও ছেলে হোসাইন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কামাল প্রধান জানান, বাবা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই মারা যান।
সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মাসহ আরও ৩ জন আহত হয়। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি পুলিশের হেফাজতে রয়েছে।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এআর)
মন্তব্য করুন