তফসিল ঘোষণার পর চাঁদপুরে ২০টি গাড়ি ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চাঁদপুরে অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

যানবাহন ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি দল ও বিজিবি মোতায়েন করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা জানতে পারি, তফসিল ঘোষণার পরপরই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় দুষ্কৃতকারীরা চোরাগোপ্তা হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। আমরা তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখনো সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :