অবরোধের সমর্থনে ঢাকা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:২৯ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৩, ১৯:২৮

ষষ্ঠ দফা অবরোধের সমর্থনে কর্মসূচির প্রথম দিন বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেছে। সরকার পতনের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি এবং বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা বিএনপি ও সমমনা সরকারবিরোধী দলগুলো এ কর্মসূচির ডাক দিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর, খিলগাঁও, শাহবাগ, ডেমরা থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে এসব মিছিল বের করলে বিভিন্নস্থানে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন আহত এবং কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে কামরাঙ্গীচর ঢালে মিছিল বের করে। শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে। খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খিলগাঁও ফ্লাইওভারের নিচের প্রধান সড়কে মিছিল বের করে।

ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডেমরা চৌরাস্তা মোড়ে মিছিল বের করে এবং বিভিন্নস্থানে পিকেটিং করে।

রাজধানীর লালবাগ কাঁচাবাজার মোড় এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে থানা যুবদলের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডি, বিজয়নগর ও খিলগাঁওয়ে মিছিল বের করে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ নগরীর খিলগাঁও জোনে অবরোধের সমর্থনে রেলগেট এলাকায় মিছিল করে।

শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ অবরোধের সমর্থনে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করেছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :