অর্থপাচারের আরেক মামলায় এনু-রুপনের সাত বছর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:৩৯| আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৪:৫২
অ- অ+

ঢাকা মহানগরের বংশাল থানার অর্থপাচার মামলায় রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার ৮ নম্বর বিশেষ জজ মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

রায়ে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক।

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০২০ সালের ১৩ জানুয়ারি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তার আগে তাদের বাড়ি থেকে সিন্দুকভর্তি বিপুল পরিমাণ টাকা আর স্বর্ণ পাওয়া যায়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়, যার মধ্যে ওয়ারী থানায় অর্থপাচারের মামলায় এনু-রুপনসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে দুই ভাই কারাগারে রয়েছেন।

২০২০ সালের ৩১ আগস্ট সিআইডির অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের পরিদর্শক মো. মেহেদী মাকসুদ বংশাল থানায় মামলা দায়ের করেছিলেন। এ মামলায় ১১ জনকে আসামি করা হয়। তবে অভিযোগপত্রে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। এনু-রুপন ছাড়া অন্য আসামিরা হলেন- শহীদুল হক, মো. রশিদুল হক ভুঁইয়া, মো. মেরাজুল হক শিপলু, জয় গোপাল সরকার, পাভেল রহমান ও ভুলু চন্দ্র দেব।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা