কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কিশোরগঞ্জ-১ আসনের পুন:নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে একক প্রার্থী হিসেবে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন আওয়ামী লীগের প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি দু’জনেরই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য জানান।
মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন- গণতন্ত্রী পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জাতীয় মৎস্যজীবী পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাইন বিল্লাহ।
মনোয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ডা. সৈয়দা সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় হাসিনা আপার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর রহমতে ও আপনাদের সকলের দোয়ায় আমার মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, আগামী তিন দিনের মধ্যে মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। অন্যদিকে উভয় প্রার্থীই নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএইচ)

মন্তব্য করুন