১৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে মস্কো

শীতের শুরুতেই রাশিয়াজুড়ে এবার ভারী তুষারপাতের ঘটনা ঘটছে। দেশটির রাজধানী মস্কোতে রবিবার ১৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হয়েছে।
রাশিয়ার হাইড্রোমেটিওরোলজিক্যাল সেন্টারের পরিচালক রোমান ভিলফান্ড বলেছেন, মস্কোতে রবিবার ভয়াবহ তুষারপাত হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে ১০.৭ মিলিমিটার তুষারের স্তর জমে যায়। যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়াবিদের মতে, এর আগের রেকর্ডটি ছিল ১৮৮৯ সালে। সেবার ৯.৫ মিলিমিটার তুষারস্তর জমেছিল।
রাশিয়ার ব্যবসায়িক দৈনিক ভেদোমোস্তি জানিয়েছে, মস্কোর চারটি বিমানবন্দরের মধ্যে তিনটিতে সোমবার বিমান ওঠানামা বন্ধ ছিল। ভারী তুষারঝড়ের কারণে রানওয়ে ঘন তুষারে ঢাকা পড়ে, এতে ৭৩টির বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
মস্কোর ডেপুটি মেয়র পিয়োত্র বিরিউকভ জানিয়েছেন, প্রায় ১ লাখ ৩৫ হাজার কর্মী এবং ১৮ হাজার যন্ত্র ও সরঞ্জাম তুষার পরিষ্কারের কাজ করছে।
এদিকে সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেছে। সেখানে প্রায় পুরো অঞ্চলটাই বরফে জমে গেছে। এই অঞ্চলের রাজধানী ইয়াকুটস্কে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষের দিকে মস্কোর তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমআর)

মন্তব্য করুন