এবার ডিবি কার্যালয়ে শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৮ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০৭

ঝালকাঠি-১ আসনের আলোচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর এবার ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন।

বুধবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। তবে ঠিক কি কারণে ডিবি কার্যালয়ে গেছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যান তিনি। কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করেও অনুমতি না মেলায় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেননি তিনি। কিছুক্ষণ অপেক্ষার পর বেলা ১১টার দিকে ফিরে যান তিনি।

এসময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করেন শাহজাহান ওমর। বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেইমান, রাজাকার বলে গালাগাল করেন।

এর আগের দিন গত মঙ্গলবার বেলা ২টার পরে শাহজাহান ওমর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি।

উল্লেখ্য, ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। এরপর থেকেই দেশজুড়ে আলোচনার খোরাক হন তিনি।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :