পরকীয়ার সমর্থনে বিস্ফোরক মন্তব্য টলিউডের অপরাজিতার

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪
অ- অ+

ওপার বাংলার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে সম্প্রতি বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। জোর গুঞ্জন, অনুপমের সংসারে থাকাকালীনই পরমের সঙ্গে পরকীয়া সম্পর্কে ছিলেন পিয়া।

এও গুঞ্জন, স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানতে পেরেই তাকে ডিভোর্স দেন অনুপম। তবে পরম-পিয়া যে আসলেই সম্পর্কে ছিলেন, তার প্রমাণ মিলেছে সম্প্রতি তাদের বিয়ের মাধ্যমে। এরপর থেকেই পরকীয়া সম্পর্ক নিয়ে টলিউডে জোর চর্চা।

পরকীয়া সম্পর্ককে আমাদের সমাজে অপরাধ হিসেবে দেখা হয়। কারণ, এই পরকীয়ার জেরে ভেঙে যায় অনেক সাজানো-গোছানো সংসার। তাই অধিকাংশ মানুষই এই সম্পর্ককে সমর্থন করেন না। আবার অনেকে করেন। তাদেরই একজন ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পরকীয়ার সমর্থনে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেত্রী। তার মতে, ‘পরকীয়া সুস্থতার লক্ষণ। কেন পরকীয়া আটকাতে হবে। এটা চিরাচরিত। রামায়ণ-মহাভারতের সময় থেকেই ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম।’

অভিনেত্রী বলেন, ‘কাউকে ভালো লাগতেই পারে। আমি কারও সঙ্গে সংসার করি বলে জীবনে কাউকে ভালোলাগবে না, ভালোবাসব না, এমন তো হতে পারে না। যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। কেউ সেটা কীভাবে ব্যালেন্স করবে সেটা তার। এতে তো কোনো অপরাধ নেই।’

অপরাজিতা মনে করেন, ভালো লাগা হতেই পারে বিয়েতে বা সম্পর্কে থাকাকালীন। তিনি বলেন, ‘আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না অন্য কাউকে, সেটা আমি ঠিক করব। পাখিকেও তো খাঁচায় বন্দি রাখা ঠিক নয়। কাউকে না ঠকালেই হবে।’

একসময়ের চলচ্চিত্র অভিনেত্রী অপরাজিতা বর্তমানে সিরিয়ালে বেশি কাজ করেন। এখন তাকে দেখা যাচ্ছে ‘জল থইথই ভালোবাসা’ ধারাবাহিকে। এর আগে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ কাজ করেন তিনি। যেটি বেশ জনপ্রিয়তা পায়।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা