রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯
অ- অ+

দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাজধানীর কাফরুল, মোহম্মদপুর, বাড্ডা, পল্লবীসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভকালে বক্তারা বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্যই নির্বাচনের নামে গণতন্ত্র হত্যার আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। কিন্তু জনগণ তত্ত্ববধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেবে না। সরকারকে নির্বাচনের নামে তামাশা বন্ধ করে ঘোষিত তফসিল বাতিল এবং অবিলম্বে পদত্যাগ করে তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় তাদেরকে চড়ামূল্য দিতে হবে।

জামায়াত নেতারা বলেন, সরকার পরিকল্পিতভাবে গোটা দেশকেই এখন অঘোষিত কারাগারে পরিণত করেছে। তারা বিরোধী আন্দোলনকে আদর্শিকভাবে ও নৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন চরমপন্থা ও পোড়ামাটি নীতি গ্রহণ করছে। এজন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা, গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। তাদের সকল সকল ষড়যন্ত্র বালির বাঁধের মত ধসে পড়বে।

এদিকে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুল মতিন খানের নেতৃত্বে রাজধানীর মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত নেতা মাহবুবুর রহমান, টিপু সুলতান, আমানুল্লাহ, জয়নাল, শ্রমিক নেতা মিজানুর রহমান, ছাত্রনেতা নাজমুল, মামুন প্রমুখ।

মিরপুর ১ নম্বর, আনসার ক্যাম্প এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় মহানগরী মজলিসের অন্যতম সদস্য জসিম উদ্দিন, ইমরান হোসেন, বিপ্লব, আজহার মুন্সীসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা শাখাওয়াত হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মোহাম্মদপুর মধ্য থানা আমির মশিউর রহমান, মোহাম্মদপুর দক্ষিণ থানা সেক্রেটারী আবু নাইমসহ স্থানীয় জামায়াত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে রাজধানীর বাড্ডা-রামপুরা অঞ্চলের বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও জামায়াত নেতা জোবায়ের হোসেন রাজনের নেতৃত্বে পল্লবীতে সড়ক অবরোধ বিক্ষোভ করেছেন জামায়াত নেতা মুহিবুল্লাহ, এনামুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেবি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা