সব উপজেলায় নারী নির্বাহী কর্মকর্তা পেল চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ২১:০৫

চার নারী উপজেলা নির্বাহী কর্মকর্তায় পূর্ণতা পেল চুয়াডাঙ্গা। চারটি উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন তারা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বদলী হওয়ায় জেলায় চার জন নারী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক . কিসিঞ্জার চাকমা বলেন, উপজেলায় চার জন নারী সহকর্মী দায়িত্ব পালন করবেন। কাজে গতি আসবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বদলীর আদেশ পান। তিনি নতুন কর্মস্থল সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করবেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে জেলার সব উপজেলায় নারীরা থাকছেন।

বছর ১৯ জানুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন রোকসানা মিতা। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে স্নিগ্ধা দাস ১৮ জুন যোগদান করেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে হাসিনা মমতাজ যোগদান করেন ১৯ জুলাই। তিন জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০২৩ সালে যোগদান করেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে শামীম ভূঁইয়া ২০২১ সালের অক্টোবর যোগদান করেন। আর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে ২০২১ সালের ১৮ মে যোগদান করেছিলেন ফাতেমা-তুজ-জোহরা।

১০ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করবেন ফাতেমা-তুজ-জোহরা। সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা জীবননগর চুয়াডাঙ্গার এই চার উপজেলাতেই রোববার থেকে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসক আরও জানান, যে কোন স্তরে নারী-পুরুষ সমান ভাবে কাজ করতে পারেন। নারীদের আলাদা করে দেখার সুযোগ নেই। নতুন সহকর্মী যোগ্য দক্ষ বলে আমি শুনেছি। চার উপজেলায় নারীরা দায়িত্ব পালন করবেন। চার জনই দায়িত্ব নিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। ভাল কাজের কারণে মানুষের সাধুবাদ পাচ্ছেন।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :