পিবজা কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০৭| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩
অ- অ+

পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিবজা) আয়োজনে রাজধানীর কাঁটাবন মোড়ে এক মনোমুগ্ধকর ‘পিবজা কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ কবিতা উৎসবের আয়োজন করা হয়।

পিবজা কবিতা সন্ধ্যা উদযাপন কমিটির আহ্বায়ক কবি আলম শামসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিআইবির সাবেক শিক্ষার্থী ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন।

শুভেচ্ছা বক্তব্য দেন পিবজার সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা ও সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার রবিন।

কবিতা আবৃত্তি করেন, পিবজা সদস্য ও প্রধান অতিথি সংসদ সদস্য এম এ মতিন, পিবজার সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, সহ-সভাপতি এম এ মোনায়েম, সহ-সভাপতি মাহবুবুর রহমান, কবি সালাম ফারুক, আবদুল্লাহ, উম্মে সালমা কেয়া, কবির হোসেন, জাবেদ আহমেদ, নাহার চাকলাদার, আলমগীর সিদ্দিকী, আবদুল হালিম, আনিসুর রহমান, সজিব সাদিক, জাবেদ আহমদ, জাহিদুল হক খান, তৌফিক মাহমুদ, সেলিনা শেলী, কার্তিক সাহাসহ আরও অনেকে।

আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করে দর্শকদের প্রশংসা কুড়িছেন সেলিনা শেলী।

উপস্থিত শতাধিক পিবজা সদস্যকে মনোমুগ্ধকর পুথি পাঠ করে বিমোহিত করেন পিবজা সদস্য মো. মমিন উল্যাহ।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই বেশি প্রাধান্য পায়। এছাড়া অনেকে চমৎকার স্বরচিত কবিতা পাঠ করেন।

অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক তাসলিমা খাতুন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম রনি, দানিয়েল মুহাম্মদ আওরঙ্গজেব, আবুল হোসেন, তাসকিনা ইয়াসমিন, নন্দিতা দত্ত ধারা, খায়রুল বাশার, আবু আবদুল্লাহসহ শতাধিক পিবজা সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন কবিতা সন্ধ্যা উদযাপন কমিটির সদস্য সচিব নাসরিন আক্তার ও সংগঠনের সদস্য সেলিনা শেলী।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেযর আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা