গুলিস্তানে আরও এক বাসে আগুন    

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:২৪ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:২২

রাজধানীর গুলিস্তানে দুই ঘণ্টার ব্যবধানে আরও এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবার হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এতে ফ্লাইওভারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে শতাধিক গাড়ি।

বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ইউনিট থেকে দুটি ইউনিট গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে পুড়িয়ে দেওয়া হয় বাহন পরিবহনের একটি বাস। রাজধানীজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই একই এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাস পোড়ানোর ঘটনা ঘটল। বাস পোড়ানোর পর হানিফ ফ্লাইওভারে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফ্লাইওভার থেকে নিচে গাড়ি নামতে পারছিল না জানিয়ে যানজটে আটকে পড়া যাত্রী মেহেদী সম্রাট দুপুর ১টার দিকে বলেন, ‘এক ঘণ্টা ধরে হানিফ ফ্লাইওভারে আটকে আছি। গাড়ি ফ্লাইওভার থেকে নামতে পারছে না।’

ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা বলেন, ‘হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সে বাসে আগুন দেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সড়কগুলো বন্ধ করে বাসের আগুন নেভানোর কাজ করতে হয়েছে। এতে সমস্যার সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/আরআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :