সাতক্ষীরার ভোমরায় পেঁয়াজ মজুদ রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩

সাতক্ষীরার ভোমরায় অবৈধভাবে গোডাউনে পেঁয়াজ মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার।

মঙ্গলবার দুপুরে ভোমরা বন্দর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে প্রায় ৫০০ বস্তা পেঁয়াজ মজুদ রাখার দায়ে মেসার্স সৃষ্টি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী দীপঙ্কর মন্ডলকে এ জরিমানা করা হয় এবং তাকে ১২ ঘণ্টার মধ্যে গোডাউনে থাকা পেঁয়াজ বাজারজাত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, সাতক্ষীরা কৃষি বিপণন অধিদপ্তরের পরিদর্শক মো. পারভেজ শরীফসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :