জাপার এমপি প্রার্থীর বাড়ির গেটে দুর্বৃত্তের ককটেল বিস্ফোরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৮:২৪ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ডা. এ কে এম মোয়াজ্জেম হোসেনের বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১০টার দিকে পাঁচবিবির পশ্চিম বালিঘাটার বাড়ির গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই পাঁচবিবি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির এমপি প্রার্থী প্রফেসর ডা. এ কে এম মোয়াজ্জেম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সোমবার রাত ১০টার দিকে পরিবারসহ বাড়িতেই অবস্থান করছিলাম। হঠাৎ বাড়ির প্রধান গেটের সামনে পরপর ৩টি বিকট শব্দ শুনতে পাই। এরপর বাড়ির বাইরে গেটের সামনে এসে বারুদের গন্ধ ও ককটেলের খোসা জাতীয় কিছু দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করি। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার নিরপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

পাঁচবিবি থানার ওসি মো. ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাইনি। পটকা ফুটাতে পারে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :