শেরপুর বিএনপির তিন নেতা বহিষ্কার

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩:৩০

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় শেরপুরের শ্রীবরদীর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সহসভাপতি ও শ্রীবরদীর তাঁতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সদস্য ও কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন ও ভেলুয়া ইউনিয়ন বিনএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল করিম।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন সভা সমাবেশে প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন ওইসব নেতারা। এছাড়া দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়।

দীর্ঘদিন যাবত দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া।

অপর দুই নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :