ভোটের ফলাফল ভুল দাবি করে মধ্যরাতে ইসিতে মুন্না
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৯
ভোটের ফলাফল ভুল দাবি করে নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্না। ভোটের ফলাফল ঘোষণার পর মধ্যরাতে তিনি ফলাফল পরিবর্তনের আপিল নিয়ে ইসিতে যান।
এর আগে এই আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান মোল্লা সজলকে বেসরকারিভাবে বিজীয় ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে সজল পেয়েছেন ৫০ হাজার ৩৬১ ভোট। অপরদিকে নৌকার হারুনুর রশিদ মুন্না পেয়েছেন ৫০ হাজার ৩৩৪ ভোট। মাত্র ২৭ ভোটে তিনি হেরেছেন বলে ঘোষিত ফলাফলে দেখা গেছে।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এএম/এসআইএস)