রাজশাহীতে র্যাবের অভিযান, ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫।
আজ সকালে র্যাব- ৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গোদাগাড়ী থানার বড়গাছী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
লেফটেনেন্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অভিযানিক দল রাজশাহীর গোদাগাড়ী থানার ৬নং মাটিকাটা ইউনিয়নের বড়গাছী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে। যান আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।