জরায়ুর ক্যানসারে মারা গেলেন ভারতের বিতর্কিত মডেল পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯

মাত্র ৩২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। কিছুদিন জরায়ুর ক্যানসারে ভুগে বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। শুক্রবার সকালে পুনমের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর শেয়ার করা হয়েছে।

ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করছি। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’

যদিও নেটিজেনদের অনেকে এই খবর বিশ্বাসই করতে পারছেন না। ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক করে সবাইকে। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কয়েকজন নেটেজেনের দাবি ছিল, হয়তো বা কেউ হ্যাক করেছে পুনমের ইনস্টাগ্রাম।

একজন লেখেন, ‘পুনমকে হারিয়েছেন? আশা করি এটা ভুয়া বা মজার কোনো পোস্ট।’ আরেকজন লেখেন, ‘আমি আশা রাখব এটা প্র্যাক্টিক্যাল জোক। এরকম কিছু ঘটতে পারে।’

অন্য আরেকজন লেখেন, ‘ওম শান্তি! ভাষা হারিয়ে ফেলেছি।’ আরেকজনের মন্তব্য, ‘এটা যেন মিথ্যাই হয় সেই কামনা করি সৃষ্টিকর্তার কাছে। অনেক বিতর্ক আপনাকে ঘিরে। তবে এত অল্প বয়সে মৃত্যু কাম্য নয় কারোই।’

তবে পুনমের টিমের পক্ষ থেকে এই খবরে শিলমোহর দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ‘উনি গত রাতে (বৃহস্পতিবার) মারা যান’। সঙ্গে আরও জানানো হয়েছে, অফিসিয়ালি পুনমের মৃত্যুর খবর শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামের এই চর্চিত পোস্টেই।

অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে তার ম্যানেজার পারুল চাওলা গণমাধ্যমকে বলেন, ‘কিছুদিন আগে পুনমের জরায়ু ক্যানসার ধরা পড়েছিল এবং সেটি শেষ পর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’

২০১৩ সালে ‘নাশা’ নামে একটি সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন পুনম পাণ্ডে। ভোজপুরি ও কন্নড় ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ। যদিও তার আগে থেকেই গোটা ভারতজুড়ে পরিচিত ছিলেন সদ্য প্রয়াত এই মডেল।

২০১১ সালে ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন পুনম ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপে ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তবে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। এই ঘোষণার পর পুনমকে নিয়ে ব্যাপক সমালোচনা আর বিতর্ক হয়। রাতারাতি তিনি চর্চার কেন্দ্রে চলে আসেন। সবই এখন দুঃস্মৃতি।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :