ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদ অনুসারীরা, দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৪ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। তিন দিনব্যাপী এই ইজতেমার আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ অনুসারীরা আনুষ্ঠানিকভাবে ইজতেমার ময়দান বুঝে নেন।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ইজতেমার ময়দান দ্বিতীয় পর্বের সাদ অনুসারী শীর্ষ মুরুব্বিদের কাছে ময়দান বুঝিয়ে দেন। এর আগে বেলা ১টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম জুবায়েরপন্থিদের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আব্দুর হান্নান, গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইব্রাহিম খান, সাদপন্থি নেতা ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, মো. হারুন অর রশিদ, মো. সায়েম, জোবায়েরপন্থি খন্দকার মেসবাহ উদ্দিন, হাবিবুল্লাহ রায়হানসহ অন্য মুরব্বিরা । দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কাছে থেকে সাদ অনুসারী মুরুব্বিরা ইজতেমা ময়দান বুঝে নেন। মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরুব্বি ড. মো. আব্দুস সালাম বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিদেশি মেহমানরা বুধবার সন্ধ্যার মধ্যেই বিশ্ব ইজতেমার ময়দানে এসে উপস্থিত হবেন।

তিনি আরও বলেন, এছাড়া সারাদেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন জেলার মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন। বুধবারের মধ্যেই অধিকাংশ মুসল্লি ময়দানে এসে পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিশ্ব ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়ে ছােই চারটি দোকান

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত

সরিষাবাড়িতে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :