পাথরঘাটায় বাম্পার ফলনের আশায় ৫৫৯ হেক্টর জমিতে আলু চাষ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

সফলতার আশা নিয়ে আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটা উপজেলার উপকূলীয় চাষিরা।

এ মৌসুমে উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা, শিংড়াবুনিয়া, রূপধন, কুপধন, হরিদ্রা এবং কালমেঘা ইউনিয়নে আশানুরুপ আলুর চাষ হয়েছে।

পাথরঘাটা উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছর উপজেলায় আলু চাষে ৪০০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে, এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৫৯ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিদিন সকাল হলেই ক্ষেতে বিভিন্ন পরিচর্যার কাজে ব্যস্ত থাকেন চাষিরা। আলুক্ষেতে কীটনাশক, সার প্রয়োগ এবং আগাছা পরিষ্কার ব্যস্ত সময় পার করছেন। এ অঞ্চলে আলু চাষে লাভবান হওয়ায় আগ্রহ বাড়ছে আলু চাষিদের মাঝে। তাই চলতি মৌসুমে ব্যাপক হারে চাষিরা আলুর চাষ করেছেন।

উপজেলার কাকচিরা ইউনিয়নের জালিয়াঘাটার সঞ্জিব বেপারী জানান, কৃষি অফিসের পরামর্শে এ বছর তিনি ১ একর জমিতে আলুর চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও অনেক কৃষকরা জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবং আলুর ফলন ও ভালো দাম পেলে লাভবান হবেন বলে সকলে আশাবাদী।

তারা আরও জানান, আলু চাষে সরকারের সু-দৃষ্টি বা একটু সুযোগ তৈরি করে দিলে আলু চাষিদের কখনও লোকসানে পড়তে হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন জানান, এই এলাকার মাটি আলু চাষের উপযোগী। এবারে আলু চাষে ব্যাপক ফলন হবে বলে আশা করা যাচ্ছে। আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :