ইতালিতে বিভিন্ন সংগঠনের মাতৃভাষা দিবস পালন
ইতালির রিমিনিতে বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এবছর প্রথমবারের মতো স্থানীয় একটি পার্কে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে এই প্রজন্মের সন্তানদের আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনে শহীদ সকল ভাষা সৈনিকদের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।
বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি দুলাল শিকদারের সভাপতিত্বে সহ-সভাপতি রবিন হাসানের পরিচালনায় ভাষা দিবসের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিমিনির মেয়র জামিল সাদে গুলবাদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, রায়হান আহমেদ।
আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি শহিদুল মোড়ল, রাজু মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হাওলাদার, সাংগঠনিক রাজীব খান, অর্থ সম্পাদক কালু হাওলাদার, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার শিকদার, দপ্তর সম্পাদক সাত্তার তালুকদার, সহ-দপ্তর সম্পাদক তাইজুল আকন, আন্তর্জাতিক সম্পাদক মৃদুল শিকদার, ক্রীড়া সম্পাদক শাহীন শিকদার প্রমুখ।
এসিএস ভেনিস ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশের সঙ্গে মিল রেখে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা এক মিনিটে ভাষা শহীদদের স্মরণে ইটালির ভেনিসে এসিএস ভেনিস ক্লাবের আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ মিনারে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন এসিএস ভেনিস ক্লাবের নেতৃবৃন্দ। এছাড়া ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানান, ভেনিস বাংলা স্কুল, ভেনিস শাখা আওয়ামী লীগ, সম্মিলিত নাগরিক কমিটি ভেনিসসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, এসিএস ক্লাবের সভাপতি মোশারফ মোল্লা, আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান, সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম, এসিএস ভেনিস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সালেহ, ক্লাবের স্পন্সর মামুন আহমেদ, আকন হিরু, সজীব আহমেদ, কামাল হোসেন, মেহেদী আহমেদ।
আয়োজকরা আগামীতে আরও বড় পরিসরে সকল প্রবাসীদের নিয়ে বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে একুশ উদযাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অস্থায়ী শহীদ মিনারে শহীদ দিবস পালন তরিনো প্রবাসীদের
যথাযোগ্য মর্যাদায় এই প্রথমবারের মতো অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি পালন করেছেন তরিনো প্রবাসীরা।
স্থানীয় একটি পার্কে বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মোক্তার খানের উদ্যোগে আসাদ উল্লাহ, কামরুল হাসান, আলেক্সান মোল্লা, রাজ্জাক মোল্লা, হাদিস সালাম, মো. নুরুল, মাসুদ রহমান, মুন্না চৌধুরী, আরিফুর রহমান, হায়াত আলী, ইঞ্জিনিয়ার আনোয়ার, ইভা আক্তার, আনিসুজ্জামান, শামিমুল হুদা, সিজার আহমেদ, আব্দুল জলিল, রিমন আহমেদসহ স্থানীয় বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দদের সহযোগিতায় একুশ ফেব্রয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পেরে স্থানীয় প্রবাসীরা ধন্যবাদ জানান।
প্রবাসে এই প্রজন্মের কাছে আমাদের ভাষার যে ইতিহাস রয়েছে তা তুলে ধরতে প্রতিবছর যেন একুশে পালন করা হয় এই কামনা করেন প্রবাসীরা।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের গান গেয়ে গেয়ে অস্থায়ী শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তরিনো প্রবাসী। তারপরে ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানান তরিনো বিএনপি, বৃহত্তর ঢাকা সমিতি, ঢাকা সমিতি, বৃহত্তর সিলেট সমিতি, সিলেট ঐক্য পরিষদ, বৃহত্তর নোয়াখালি জেলা সমিতি, লক্ষ্মীপুর জেলা সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, বরিশাল সমিতি, মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন আঞ্চলিক সমিতি। এছাড়াও প্রবাসী অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে শ্রদ্ধা জানান অস্থায়ী শহীদ বেদিতে।
পরিশেষে একুশে ফেব্রুয়ারি পালনে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা এবং আগামীতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে একটি স্থায়ী শহীদ মিনার তৈরির আহ্বান জানা প্রবাসীরা।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)