সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীর সম্পাদনায় বইমেলায় এলো নির্মলেন্দু গুণের কথামৃত

সোহরাওয়ার্দী কলেজ প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯

সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী কবি মুহম্মদ রাসেল হাসানের সম্পাদনায় 'নির্মলেন্দু গুণ: কথামৃত' (২য় খণ্ড) প্রকাশ হয়েছে। অমর একুশে বইমেলা ২০২৪ এ শাপলা প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

এর আগে ২০২৩ সালে 'কথামৃতের’ প্রথম খণ্ডটি মুহম্মদ রাসেল হাসানসহ অনেকের সহযোগিতায় কবি নির্মলেন্দু গুণের সম্পাদনায় প্রকাশ হয়েছিল।

কথামৃত ২য় খণ্ডের প্রচ্ছদ করেছেন লায়লা ফেরদৌসী ও সুইটপি গুণ। এর ভূমিকা লিখেছেন ড. রীনা রায়।

বইটি নিয়ে কবি মুহম্মদ রাসেল হাসান ঢাকা টাইমসকে বলেন, কথামৃত গ্রন্থটি নির্মলেন্দু গুণের অমৃত কথার সম্ভার। দীর্ঘ ৪-৫মাস ধরে নির্মলেন্দু গুণের শতাধিক বই ঘেঁটে এই বইটি সম্পাদনা করেছি।

সম্পাদক আরো বলেন, ‘বরেণ্য কবি নির্মলেন্দু গুণের অনেক কবিতা বর্তমান সময়ে সবচেয়ে বেশি পঠিত ও চর্চিত হচ্ছে। কিন্তু এগুলোই তার শ্রেষ্ঠ লেখা নয়। নির্মলেন্দু গুণের গদ্য-পদ্য মিলিয়ে সাহিত্যের বিভিন্ন শাখার শতাধিক বই রয়েছে। সবগুলো বহুল পঠিত হচ্ছে না। দারুণ ব্যাপার এই যে, ওই বইগুলোর মধ্যে কখনো কখনো এমন অংশ আছে, যা কবিতারও অধিক। একেবারে ফুলের সৌরভ বা নির্যাসের মতো। আমি যথাসম্ভব দাদুর বইগুলো থেকে মৌমাছির মতো শুষে শুষে একটু একটু অমৃত মধু এনেই নিবন্ধ করেছি 'নির্মলেন্দু গুণ: কথামৃত’ ২য় খণ্ড।

রাসেল হাসান আরও বলেন, ‘অবিশ্বাসে বাড়াই কেন নিজের ক্ষতি? /‘আমি আমার আস্থা রাখি প্রেমের প্রতি’/ ‘প্রতিটি সম্পর্কের মধ্যেই গোপনে লুকিয়ে থাকে এক ধরনের অদৃশ্য শিকল’ ‘তুমি কি আর ছিন্ন হলেই ভিন্ন হতে পারো?/ ‘যতোই তুমি পরের হবে, আমার হবে আরও।’- এমন অমৃত কথামালার সমাহারই হলো কথামৃত। এতে গুণ দাদুর মহাজীবন দর্শনের নিবিড় প্রতিফলন হয়েছে।

উক্ত গ্রন্থের প্রসঙ্গ কথায় কবি নির্মলেন্দু লিখেন, ‘আমার চেয়ে ৬০ বছরের ছোট কবি মুহম্মদ রাসেল হাসানকে কথামৃত গ্রন্থের ২য় খণ্ডটি সম্পাদনার দায়িত্ব দিলাম। একজন ১৯ বছরের তরুণ কবি মুহম্মদ রাসেল হাসান আমার বিভিন্ন রকম শতাধিক গ্রন্থ ঘেঁটে কথামৃতর ২য় খণ্ডটি সম্পাদনা করে তার দক্ষতা, যোগ্যতা ও পারদর্শিতা প্রমাণ করতে সক্ষম হয়েছে বলেই আমি মনে করি।’

তিনি আরও লিখেন, ‘অভিনন্দন কবি মুহম্মদ রাসেল হাসান। তুমি প্রমাণ করতে পেরেছো যে, এই গুরুদায়িত্ব পালনের জন্য তোমাকে নির্বাচন করে আমি ভুল করিনি।’

উল্লেখ্য, ২০২১ সালে নবম শ্রেণিতে থাকতে তরুণ কবি মুহম্মদ রাসেল হাসানের লেখা প্রথম কাব্যগ্রন্থ 'জ্যোৎস্নাধোয়া রাত' প্রকাশিত হয়। ২০২০ সালে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারে তালিকাভুক্ত ছাড়াও বেশ কিছু সম্মাননায় ভূষিত হন। রাসেল নিজ এলাকায় স্থাপন করেছেন বই বন্ধু পাঠাগার। বর্তমানে এই কবি ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। সপ্তম শ্রেণি থেকে তিনি দেশের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্র পত্রিকায় লিখছেন। করছেন সাংবাদিকতাও। তিনি সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও যুক্ত আছেন।

কথামৃত বইটি অমর একুশে বইমেলার ১৭৫ নম্বর স্টলে (শাপলা প্রকাশনী) পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :