দূষিত বায়ুর শহর: চতুর্থ স্থানে ঢাকা, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:০৭ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ০৮:৩০
ফাইল ফটো

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।

মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকার স্কোর দেখা যায় ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ অবস্থা নির্দেশ করে।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য দেওয়া হয়েছে।

তালিকায় এখন শীর্ষ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ২৩২; দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৩; তৃতীয় মিয়ানমারের ইয়াঙ্গুন, স্কোর ১৮৮; পঞ্চম চীনের উহান, স্কোর ১৭৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :