সরাইলে বন্ধ থাকা পাবলিক লাইব্রেরি চালুর দাবিতে মানববন্ধন 

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
| আপডেট : ১০ মার্চ ২০২৪, ২২:০০ | প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ২১:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পাবলিক লাইব্রেরি দ্রুত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সরাইল শাখা।

রবিবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উদীচী শিল্পী গোষ্ঠী সরাইল শাখার সভাপতি মোজাম্মেল হক পাঠানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ শরীফ উদ্দিনের সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ, জেলা সহ সভাপতি আহমেদ হোসেন, সরাইল উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা দেব দাস সিংহ রায়, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির ও উদীচী সদস্য শংকর দাস প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গৌরবময় ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সরাইলকে আমরা নিজেরাই ধ্বংস করে ফেলছি। যা খুবই দুঃখজনক।

তারা আরো বলেন, সরাইল অনেক প্রসিদ্ধ জনপদ, এই জনপদে পাবলিক লাইব্রেরি বন্ধ থাকার বিষয়টি আমাদের বোধগম্য নয়। জনগণের জ্ঞানার্জনের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি অবিলম্বে জনগণের জন্য খুলে দিতে জোর দাবি জানাচ্ছি।

উদীচী সরাইল শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন জানিয়েছেন, ১০ বছর ধরে পাবলিক লাইব্রেরির কার্যক্রম বন্ধ থাকায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূইয়া বলেন, বন্ধ থাকা পাবলিক লাইব্রেরি চালু করার উদ্যোগ নেয়া হবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত গ্রন্থাগারটি এক সময় এলাকার ছাত্র-শিক্ষক,কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল।

(ঢাকা টাইমস/১০মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :