রমজানের আলোচনাসভায় ছাত্রলীগের হামলা: শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৬:০০ | প্রকাশিত : ১৪ মার্চ ২০২৪, ১৫:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত রমজানের আলোচনাসভায় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের সামনের রাস্তায় এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ পরেন। এছাড়াও ‘ঢাবি প্রশাসন কি মেরুদণ্ডহীন’, ‘আইন কোথায়’, ‘ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘ক্যাম্পাসে প্রক্টরের কাজ কী’ লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে হামলার অন্যতম ভুক্তভোগী রাফিদ হাসান সাফওয়ান বলেন, আমাদের এই প্রোগ্রামে হামলা হবে আমরা ভাবতেও পারিনি। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ক্যাম্পাস বলে আমরা যেটাকে মনে করি সেখানে বহিরাগত ছাত্রলীগ নেতারা এসে আমিসহ আমার সহপাঠীদের ওপর হামলা করে রক্তাক্ত করে। আমরা জানি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা আমাদের বিভাগের। তাদের বিভাগের শিক্ষার্থী হয়েও যদি আমরা এভাবে ন্যক্কারজনক হামলার শিকার হতে হয় আর তারা তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আমরা কীভাবে তাদেরকে সিনিয়র ভাই মনে করব। আমরা এ ধরনের হামলার কঠিন বিচার চাই।

মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন আইন বিভাগের শিক্ষক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আজকে আমাদের যে ছেলেদের মারা হচ্ছে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে মারা হচ্ছে। এই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন না। যাকে মারবে সে শিবির। যেকোনো অন্যায় করলে তাকে ডাকতে দেওয়া হয় শিবির ট্যাগ। আমি খবর নিয়েছি তারা শিবির কেন; কোনো ধরনের রাজনীতির সঙ্গেই জড়িত নয়। তাদেরকে মারা হয়েছে ইসলামি মাহফিল করার জন্য। ধর্মচর্চা করার জন্য। বাংলাদেশের মুসলমান যারা আছে ইসলাম ধর্মের অনুসারি যারা আছে তারা ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে মার খাবে এটার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। এটার জন্য আমার সবার সক্রিয় স্বাধীনতার কথা বলা আছে?

মানববন্ধনের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ঢাকাটাইমস/১৪মার্চ/এসকে/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এসএসসি ও সমমানের ফলাফল মে’র দ্বিতীয় সপ্তাহে

ভর্তি পরীক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি সমকাল সুহৃদের শরবত বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস শুরু রবিবার

কুবিতে ১৪৪ ধারা জারি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভর্তি ফিতে শতভাগ ছাড়

দুপুরে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, সকাল থেকেই কেন্দ্রে ভিড় পরীক্ষার্থীদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :