দাম বাড়ালে এতক্ষণে কার্যকর হয়ে যেত: ক্যাব সহ-সভাপতি নাজের হোসাইন

তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ০৯:৩৩| আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৬:৪২
অ- অ+

কৃষি বিপণন অধিদপ্তর বিগত বছরগুলোতেও নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তা কার্যকর করতে পারেনি বলে মনে করছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ সভাপতি এস এম নাজের হোসাইন।

রবিবার সন্ধ্যার আগে ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগেও কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। জানা যায়, ২০২১ সালে ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও খেজুরের মূল্য নির্ধারণ করে দিয়েছিল সংস্থাটি। তখনও তা বাজারে কার্যকর হয়নি।

এস এম নাজের হোসাইন বলেন, ‘দাম বাড়ালে এতক্ষণে কার্যকর হয়ে যেত। কিন্তু কমানো বিষয় আসছে তো। কৃষি বিপণন অধিদপ্তরের আইনে দাম নির্ধারণ করে দেওয়ার বিধান আছে। কিন্তু আইনটা সম্পর্কে মানুষকে জানানো, ব্যবসায়ীকে জানানোর কাজটা তারা করেনি। এখন দায়সারাভাবে দাম নির্ধারণ করে দিল, কিন্তু কার্যকরের কোনো ব্যবস্থা করেনি। এর আগেও এই দপ্তর দাম নির্ধারণ করে দিয়েছিল কিন্তু কার্যকর হয়নি।’

(ঢাকাটাইমস/১৮মার্চ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল 
ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে আহত ১৫ 
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা