দাম বাড়ালে এতক্ষণে কার্যকর হয়ে যেত: ক্যাব সহ-সভাপতি নাজের হোসাইন

কৃষি বিপণন অধিদপ্তর বিগত বছরগুলোতেও নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তা কার্যকর করতে পারেনি বলে মনে করছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ সভাপতি এস এম নাজের হোসাইন।
রবিবার সন্ধ্যার আগে ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগেও কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। জানা যায়, ২০২১ সালে ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও খেজুরের মূল্য নির্ধারণ করে দিয়েছিল সংস্থাটি। তখনও তা বাজারে কার্যকর হয়নি।
এস এম নাজের হোসাইন বলেন, ‘দাম বাড়ালে এতক্ষণে কার্যকর হয়ে যেত। কিন্তু কমানো বিষয় আসছে তো। কৃষি বিপণন অধিদপ্তরের আইনে দাম নির্ধারণ করে দেওয়ার বিধান আছে। কিন্তু আইনটা সম্পর্কে মানুষকে জানানো, ব্যবসায়ীকে জানানোর কাজটা তারা করেনি। এখন দায়সারাভাবে দাম নির্ধারণ করে দিল, কিন্তু কার্যকরের কোনো ব্যবস্থা করেনি। এর আগেও এই দপ্তর দাম নির্ধারণ করে দিয়েছিল কিন্তু কার্যকর হয়নি।’
(ঢাকাটাইমস/১৮মার্চ)

মন্তব্য করুন