সোনা মসজিদ স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১৩:৩১

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

সোমবার (৮ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল (রবিবার) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর-রশিদ।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সোনা মসজিদ স্থলবন্দর সোমবার (৮ এপ্রিল) থেকে রবিবার (১৪ এপ্রিল) পর্যন্ত ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে আবারও বন্দরের কার্যক্রম চালু হবে।

জানা গেছে, সোমবার থেকে আগামী রবিবার (১৪ এপ্রিল) পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে বন্দরের কার্যক্রম চালু হবে। তবে এ সময়ে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম পণ্য লোড-আনলোড ও দেশের ভেতরে পরিবহন যথারীতি চালু থাকবে।

এ ছাড়া সোনামসজিদ ইমিগ্রেশনের পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন দিয়ে স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারবেন।

সোনা মসজিদ ইমিগ্রেশনের কর্মকর্তা জাফর ইকবাল বলেন, ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম থাকবে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে দুদেশের পাসপোর্টের যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

(ঢাকা টাইমস/০৮এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :