মঙ্গল শোভাযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:২৪
অ- অ+

বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে।

রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। ছায়ানটের অনুষ্ঠান থেকে বেরিয়ে সবাই যেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারেন সে জন্য তা ১৫ মিনিট পিছিয়ে সোয়া ৯টা নির্ধারণ করা হয়েছে।

শোভাযাত্রাটি শাহবাগ মোড় ও শিশুপার্ক সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগ মোড় হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হবে।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ভোর থেকেই রাজধানী বিভিন্ন প্রান্ত থেকে চারুকলায় আসেন সংস্কৃতিপ্রেমীরা। অনেকে তাদের ছোট সন্তানদের নিয়ে আসেন। সবার পরনেই রং-বেরঙের পোশাক।

এদিকে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার সামনে র‍্যাবের মোটরসাইকেলের বহর রয়েবে। শাহবাগ মোড়ে রয়েছে পুলিশের ওয়াচ টাওয়ার। এ ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা