নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত  

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১০:০৮
অ- অ+

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় সোহাগ ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ইসলাম (২৮) ওই উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাতে উপজেলার মানিকপুর থেকে মোটরসাইকেলযোগে বনপাড়ার দিকে আসছিলেন সোহাগ। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি আলীমুন আল রাজি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তানকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান চীনের
অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন আইজিপি
হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩
টঙ্গীতে পৃথকস্থানে ২ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা