ভাইরাল সেই ছবি নিয়ে বেজায় চটেছেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ১৩:৫৫
অ- অ+

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। হারের বৃত্তে বন্দী ব্রাজিলের সামনে চলমান কোপা আমেরিকা ছিল তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে সেখানেও ব্যর্থ তারা। কোনোরকমে গ্রুপ পর্ব পার হলেও কোয়ার্টার ফাইনালে আটকা পড়ে দরিভালের দল। যেখানে উরুগুয়ের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ার যন্ত্রণা তো আছে। সঙ্গে যোগ হয়েছে একটি ছবি নিয়ে ফুটবলবিশ্বে অপমানজনক নানা কথা। দরিভাল জুনিয়রের যেন কাটা ঘায়ে নুনের ছিটা লেগেছে। কোনো কিছু বিস্তারিত না জেনেই স্রেফ একটি ছবিকে ঘিরে এত আলোচনায় ভীষণ ক্ষুব্ধ ব্রাজিল কোচ। তার কাছে এসব আলোচনা পুরোপুরিই হাস্যকর ও অযৌক্তিক। পুরো ব্যাপারটির বিশদ ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

উরুগুয়ের কাছে হারার পর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, টাইব্রেকারের আগে ব্রাজিলের ফুটবলাররা কাঁধে কাঁধ মিলিয়ে গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছেন। কিন্তু সেই দলীয় বৃত্তে নেই দরিভাল। ব্রাজিলের কোচকে দেখা যায় পেছনে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছেন।

সেই ঘটনার ভিডিও ক্লিপও ছড়িয়ে পড়েছে। দরিভালকে দেখা যায় দলীয় বৃত্তের পেছন থেকে উঁকিঝুঁকি দিতে। এক পর্যায়ে আঙুল উঁচিয়ে কিছু একটা বলার চেষ্টা করেন তিনি। এরপর মাথা চুলকান। এমন কাণ্ডে অনেকেই তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন।

গ্লোবো ইস্পোর্তে-কে এই ছবির ব্যাখা দিয়ে দরিভাল বলেন, 'তারা যা করেছে, আমার কাছে পুরোপুরি হাস্যকর লেগেছে। তারা আমাকে সরাসরি প্রশ্ন করার প্রয়োজনই বোধ করেনি… এমনকি এই ব্যাপারে কিছুই জানতাম না আমি। স্রেফ একটা ছবিকে তারা এমনভাবে ব্যাখ্যা করেছে যেন এটা ভিনগ্রহের কোনো ব্যাপার। দলে আমার নিয়ন্ত্রণ আছে এবং সব গোছানো হচ্ছে, এটা বোঝাতে কি হাতে ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে?'

'দুঃখিত… তারা যারা করেছে, তা পুরোপুরি অযৌক্তিক। সামান্য একটি ছবি নিয়ে তারা এভাবে বিতর্ক ছড়িয়েছে। পেশাদার একজন মানুষকে জিজ্ঞেস না করেই স্রেফ একটি ছবিকে এমনভাবে ব্যাখ্যা করা… দুঃখিত, এটা পুরোপুরি অবিবেচকের মতো কাজ। যারা এটা নিয়ে এত কথা বলেছে, তাদের উচিত একজন পেশাদার মানুষকে নিয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে সাবধান হওয়া।'-যোগ করেন তিনি।

এমন অভিজ্ঞতা কোচ হিসেবে তার জন্য নতুন কিছু নয় বলে জানান দরিভাল। তিনি বলেন, 'পেশাদার হিসেবেও যদি সম্মান না করে, সবকিছুর ওপরে তারা আমাকে একজন পারিবারিক মানুষ হিসেবেও দেখতে পারে, যে সবাইকে ও সবকিছুকে সম্মান করে। যা হয়েছে, এতে আমি মর্মাহত। খুবই বিরক্ত। যদিও পেশাদারদের জন্য এটা বড় কিছু নয়। এই ধরনের অনেক অভিজ্ঞতাই হয়।'

এরপর বাইরে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যাও দেন দরিভাল। তিনি বলেন, ‘সবদিক থেকেই আমি ওই কথোপকথনে অংশ নিয়েছি। আমি সার্কেলের ভেতরে কখনোই ঢুকিনি। কারণ সবকিছু ম্যাচের আগে থেকেই ঠিক করা ছিল।’

‘ওই মুহূর্তে, আমার কিছু বলার প্রয়োজনই ছিল না। যদি আমি দেখতাম কোনো পার্থক্য হচ্ছে, কোনো ঝামেলা হয়েছে অথবা হুট করে কোনো পরিবর্তন, তাহলে হয়তো বলতাম। কিন্তু ব্যাপারটা এমন ছিল না, সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল।’

(ঢাকাটাইমস/০৯ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গুলিবর্ষণে ৩ ভারতীয় নিহত
ভারতের যুদ্ধের নাম ‘অপারেশন সিঁদুর’ , পাকিস্তানের ‘নারায়ে তাকবির’, জানুন নামকরণের কারণ
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি
পাকিস্তানের পাল্টা হামলায় পাঁচ ভারতীয় বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা