বোনাসের বাড়তি টাকা ফিরিয়ে দিলেন রাহুল দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১৩:৪৯

রাহুল দ্রাবিড় আর সবার থেকে বরবারই আলাদা। অতীতেও দেখা গেছে, কখনও অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পছন্দ করেন না ভারতের সদ্য সাবেক এই কোচ। ভারতীয় গণমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের জন্য বোনাসের অতিরিক্ত অর্থ নিতে অস্বীকার করেছেন দ্রাবিড়।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। রোহিত শর্মারা শিরোপা জেতার পরই টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপির প্রাইজমানি ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই ১২৫ কোটি ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফসহ অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেই সূত্রের খবর।

বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তারা পাচ্ছেন ৫ কোটি টাকা করে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও ওই ৫ কোটি টাকাই বরাদ্দ করা হয়। কিন্তু বিশ্বজয়ী কোচ জানিয়ে দেন তিনি অতিরিক্ত ‘বোনাস’ নেবেন না। তার সহকারী কোচরা যা অর্থ পাচ্ছেন, তিনিও সেই একই অর্থ নেবেন।

উল্লেখ্য, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন ২.৫ কোটি করে। রাহুল দ্রাবিড়ও ২.৫ কোটি রুপি নেওয়ার কথা জানান। দ্রাবিড় বাকিদের থেকে যে আলাদা। তিনি যে পুরোদস্তুর টিমম্যান তা আরও একবার প্রমাণ করলেন।

হিন্দুস্থান টাইমসকে বিসিসিআই এক কর্মকর্তা জানান, 'বাকি কোচদের সমান রাহুল আড়াই কোটি রুপি বোনাস চেয়েছেন, এর বেশি নয়। আমরা তার অনুভূতিকে সম্মান জানিয়েছি।'রাহুল বিসিসিআইকে জানিয়েছেন, বিশ্বকাপ জয়ে তার মতন বাকি সব কোচদের সমান অবদান।

রাহুলের বেশি বোনাস প্রত্যাখ্যানের ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। ২০১৮ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন তিনি। সেবার ভারতের যুবারা চ্যাম্পিয়ন হলে বিসিসিআই প্রধান কোচ দ্রাবিড়ের জন্য ৫০ লাখ, সাপোর্ট স্টাফে থাকা বাকিদের জন্য ২০ লাখ এবং খেলোয়াড়দের জন্য ৩০ লাখ রুপি বোনাস ঘোষণা করেছিল। দ্রাবিড় সবাইকে সমান বোনাস দেওয়ার অনুরোধ জানালে বিসিসিআই পরে প্রত্যেককে ২৫ লাখ রুপি করে দিয়েছিল।

গত ৪ জুলাই মুম্বাইতে বিশ্বকাপ জয় উদযাপনের মঞ্চে ভারতীয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিসিসিআই সদস্য সচিব জয় শাহ বলেন, 'আমরা রাহুল দ্রাবিড় ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ জানাই। দল অবিস্মরনীয় এক সাফল্য নিয়ে এসেছে। জাতীয় এটা অনেকদিন মনে রাখবে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোচের পদ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে দেন দ্রাবিড়। বিশ্বকাপ জয় দিয়েই শেষ হয় তার অধ্যায়। তার জায়গায় গৌতম গম্ভীরকে তিন বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই।

(ঢাকাটাইমস/১১ জুলাই/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :