পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা, পিছু হটল রায়ট কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১৭:৪৮| আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৮:৪৭
অ- অ+

রাজধানীর শাহবাগে কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নিয়েছেন। এসময় পিছু হটে পুলিশের সাঁজোয়া যান এপিসি, জলকামান। এপিসির ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের মুহুর্মুহু স্লোগানে পুরো প্রকম্পিত হচ্ছে শাহবাগ এলাকা ।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা।

এর আগে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে আসেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ও পুলিশের অবস্থান ভাঙার সড়কে অবস্থান করে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এতে এই রুটে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিপাকে পড়েছেন অফিস ফেরতগামী ও জরুরি প্রয়োজনে আসা বাইরের মানুষ।

পুলিশ বলছে, আন্দোলনকারীদের সড়ক ছাড়তে বোঝানো হচ্ছে। কোনোরকম ভুল বোঝাবুঝির কারণে পুলিশ-শিক্ষার্থী মারমুখী অবস্থার তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

শিক্ষার্থীদের গত কয়েক দিনের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো বাধা না এলেও বৃহস্পতিবার দুপুরের আগেই পুলিশের পক্ষ থেকে কঠোর হওয়ার বার্তা এসেছে।

দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ মহিদ উদ্দিন বলেছেন, সর্বোচ্চ আদালত স্থিতাবস্থা জারির পরও আন্দোলনকারীরা রাস্তায় নেমে জনদুর্ভোগ ঘটালে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিক্ষার্থীদের ওপর মারমুখী হতে দেখা যায়নি পুলিশকে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পুলিশের ওপর কোনো হামলা হয়নি। তারা পুলিশের গাড়ির ওপর বসে ছবি তুলেছিল। সাঁজোয়া যান নিরাপদে পিছিয়ে আনা হয়েছে।

ঢাকাটাইমস/১১জুলাই/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা