ইদ্দত মামলায় খালাস পেলেন ইমরান খান-বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৮:০৪| আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৮:৩১
অ- অ+

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ‘অনৈসলামিক বিবাহে’র অভিযোগে ইদ্দত মামলায় সাজা বাতিল করে দুজনকেই খালাস দিয়েছে ইসলামাবাদের একটি আদালত।ইমরান খানের আইনজীবী ও তার দল পিটিআই এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (এডিএসজে) বিচারক আফজাল মাজোকা এ রায় ঘোষণা করেন।

এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে ‘অনৈসলামিক বিবাহ’ বিবাহের অভিযোগে করা ইদ্দত মামলায় রাওয়াল পিন্ডির আদিয়াল জেলা কারাগারে অস্থায়ী আদালতের বিচারক তাদের বিবাহকে ইসলামি বিধি মোতাবেক হয়নি বলে রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড দেন।

বুশরার সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র বেসামরিক বিচারক কুদরতুল্লাহ এই রায় ঘোষণা করেন। মানেকা অভিযোগ করেছেন যে, তিনি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার তিনমাসের মধ্যেই ইমরানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বুশরা।

রায়ে বলা হয়, ইমরান ও বুশরার বিবাহকালীন সময়ে বুশরা ইদ্দতে ছিলেন। ইসলামি বিধি মোতাবেক ইদ্দতকালীন কোনো নারী অন্য কাউকে বিয়ে করতে পারেন না।

তোশাখানা মামলায় ইমরান খানকে ১৪ বছর এবং সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়ার পর একই সপ্তাহে আদালত তার বিরুদ্ধে এ নিয়ে তৃতীয় রায় ছিল এটি।

সাধারণত ইসলামি রীতি অনুযায়ী কোনো নারী স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হলে তিন হায়েজ বা তিন মাস পর্যন্ত ইদ্দত পালন করতে হয়। আর স্বামী মারা গেলে চারমাস দশদিন একাকী নারীকে সংযম পালন করতে হয়। এছাড়া সন্তান জন্মের পর নেফাসকালীন সময় তথা চল্লিশ দিন পর্যন্ত ইদ্দতের এই সময়সীমা মেনে চলতে হয়।

সূত্র: ডন, আলজাজিরা

(ঢাকাটাইমস/১৩জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা