ইথিওপিয়ায় ভূমিধসে নিহত ২২৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪, ১৭:০৮| আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৮:৩১
অ- অ+

হর্ন অব আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে দুটি ভূমিধসে কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার দেশটির গোফা জোনের প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। প্রথম ভূমিধসের পর সেখানে সাহায্যের জন্য গেলে দ্বিতীয় ভূমিধসের ঘটনায় আরও মানুষ চাপা পড়েন বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় যোগাযোগ বিষয়ক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার গোফা জোনের কেনচো-শাচা এলাকায় বিপর্যয়ের পর কমপক্ষে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক রাজ্যের মুখপাত্র আলেমায়েহু বাউদি এই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘তল্লাশি ও উদ্ধারের প্রচেষ্টা চলছে’।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) জানিয়েছে, ভূমিধসের ঘটনার পর পাঁচ জনকে কাদা থেকে জীবিত টেনে তোলা সম্ভব হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রশাসক দাগেমাউই আইলেকে উদ্ধৃত করে ইবিসি বলেছে, নিহতদের বেশিরভাগই এমন মানুষ যারা প্রথম ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির বাসিন্দাদের সাহায্য করতে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পরে দ্বিতীয় ভূমিধসে জীবন্ত চাপা পড়েন।

দাগেমাউই বলেন, ‘সাহায্য করতে ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং কৃষি পেশাজীবীসহ সাধারণ মানুষও মারা গেছেন।’

উল্লেখ্য, ইথিওপিয়ার সাউদার্ন নেশনস, ন্যাশনালিটিস অ্যান্ড পিপলস রিজিয়ন (এসএনএনপিআর) নামে পরিচিত রাজ্যের অংশ গোফা, যা দেশটির রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র: আলজাজিরা

(ঢাকাটাইমস/২৪জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিএনপির রাজনীতি করায় মুক্তিযোদ্ধার নাম কেটে দেন সাবেক মন্ত্রী মোজাম্মেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা