শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল, স্লোগানে স্লোগানে প্রকম্পিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১৭:১১
অ- অ+

জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতার দ্রোহযাত্রা। এতে অংশ নেওয়া হাজারো মানুষের মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে আজকের দ্রোহযাত্রা আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শিক্ষক-শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা। বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এসময় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দায়ীদের বিচার, সরকারের ক্ষমতা প্রার্থনা ও পদত্যাগের দাবিও ছিল স্লোগান ও ব্যানারে। এসময় জাতীয় পতাকা নাড়তে দেখা যায় অনেককে।

শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশ গ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে দুপুর ২টা থেকেই ছাত্র-জনতা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হন। এতে শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মোহাম্মদ। দ্রোহযাত্রায় অংশ নেওয়াদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।

তার আগে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বেলা ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী কফিন সামনে রেখে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশে গান-কবিতায় প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে অধিকার আদায়ের জন্য এতো মানুষ প্রাণ দেওয়ার নজির বিশ্বে নেই বললেই চলে। একটি আন্দোলনকে ধামাচাপা দিতে চেয়ে অন্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। এসময় ছাত্র হত্যার সঙ্গে জড়িত যারা তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএম/এমআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা