ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে ইমিগ্রেশন থেকে ফেরত

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৮:৫৪| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২১:১৪
অ- অ+

ভারতে যাওয়ার পথে ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ইমিগ্রেশন থেকে ফেরত দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে স্ত্রী-সন্তানসহ তিনি ওপারে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় ইমিগ্রেশন সূত্র। বেলা তিনটার দিকে শ্যামল দত্ত ওই স্থলবন্দরে যান। সঙ্গে ছিলেন তার এক মেয়ে ও স্ত্রী।

ইমিগ্রেশন পুলিশ জানায়, তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় তাকে আটকে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, তাকে আটকে দিলে শ্যামল দত্ত ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয়-বিনয় করেন তাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিতে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন থেকে ফিরে গেছেন শ্যামল দত্ত।

ঢাকাটাইমসের কাছে আসা এ-সংক্রান্ত তিনটি ছবির একটিতে দেখা যায় শ্যামল দত্ত একটি চেয়ারে বসে আছেন। অন্য একটি ছবিতে সোফায় বসে আছেন তার মেয়ে ও স্ত্রী। আর একটি ছবিতে দেখা যায় ব্যাগ কাঁধে তারা হেঁটে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/৬আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা