বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার দাবি কমিউনিস্ট পার্টির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১০:১৪| আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:৩৬
অ- অ+

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বুধবার এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ মো. জামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, জেলা কমিটির সদস্য কমরেড মোজাম্মেল পাঠান, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, শ্রমিক নেতা আল মামুন ও কাজী আনিসুর রহমান।

সমাবেশে নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান, লুটেরা আওয়ামী সরকার কর্তৃক বিদেশে পাচারকৃত টাকা ফেরত, ঋণ খেলাপিদের টাকা উদ্ধার করতে হবে।

তারা দাবি করেন, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। সকল ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে এবং সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা