ফের অশান্ত মণিপুর, বন্দুক হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৮| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৯
অ- অ+

ফের অশান্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যের জিরিবাম জেলায় নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, এর মধ্যে এক বেসামরিক ও চারজন বিদ্রোহী। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার জিরিবাম থানা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে নুংসেকপি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

মণিপুর পুলিশ বলছে, শনিবার ভোরের দিকে গ্রামে ঢুকে ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করে সশস্ত্র বিদ্রোহীরা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন বিদ্রোহী নিহত হয়েছেন।

অন্যদিকে, শুক্রবার গভীর রাতে জনতা ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্বে মণিপুর রাইফেলস সদর দপ্তরে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পাল্টা জবাব দেয় পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তা বাহিনী ও জনতার মধ্যে রাতভর সংঘর্ষ চলে। এতে ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বন্ধ স্কুল-কলেজ

এদিকে রাজ্যে উত্তেজনা থাকায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকেই ইম্ফলের সব দোকানপাট বন্ধ রাস্তাঘাট ও বাজার কার্যত জনশূন্য। মণিপুর ইন্টিগ্রিটি কমিটি (COCOMI) আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে শাটডাউন এবং পাবলিক কারফিউর ডাক দিয়েছে।

গত ৭ দিনের মধ্যে এটা চতুর্থ সহিংসতার ঘটনা। এর আগে ১ সেপ্টেম্বর পর থেকে ড্রোন ও রকেট হামলা হয়। গত ১ সেপ্টেম্বর জঙ্গিরা রাজধানী ইম্ফল ও পাশ্বর্বর্তী জেলায় রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছ। এতে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা