দশম গ্রেড বাস্তবায়নে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৭

অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার অথবা সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবস্থান কর্মসূচি জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি জরুরি -সেবায় নিয়োজিত প্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ, ভৃমি ব্যবস্থাপনা ভূমি অধিগ্রহণসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য বঞ্চনার শিকার হচ্ছেন। একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

বৈষম্য নিরসনে ইতিপূর্বে আদালত বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। নিয়ে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বৈষম্য নিরসন না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে পারে তারা আশঙ্কা করছেন

বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যরা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী হাতে কলমে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীন প্রযুক্তি সার্ভেয়িং টেকনোলজির ব্যাপারে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক। একই কারিকুলামে পড়াশোনা করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির শিক্ষা গ্রহণকারীরা কেন বৈষম্যের শিকার হবে- এমন প্রশ্ন তোলেন তারা।

সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ার করেন, অনতিবিলম্বে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) উত্তীর্ণদের চাকরিক্ষেত্রে সার্ভেয়ার/ সমমান পদে কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করতে হবে, অন্যথায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ লাগাতার কঠোর কর্মসূচি দেবে।

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ভূমি অফিসের অলক কুমার প্রাং, দিনাজপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের মো. ফিরোজ বিন আনছার, উপজেলা সেটেলমেন্ট অফিসের মো. শরিফুল ইসলাম, উপজেলা ভূমি অফিস সদরে মো. আবু দাইয়েন, পার্বতীপুর (এমজি) বাংলাদেশ রেলওয়ে ফিল্ড কানুনগো মো. রাজিবুজ্জামান, বিরল উপজেলা ভূমি অফিসের শুভেন কুমার সরকার, বিরামপুর এলজিইডির সার্ভেয়ার আবদুল্লাহ আল নোমান, প্রশান্ত কুমার সহকারী রাজস্ব কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর, দিনাজপুর এসএ শাখার সার্ভেয়ার সোহেল রানা, অমিত মুকুটমনি, মেহেদি হাসান এবং সার্ভেয়ার জিয়াউর রহমান, হৃদয় হোসেন প্রমুখ

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :