বাংলাদেশ নিয়ে ভারতকে সতর্ক করলেন সুনিল গাভাস্কার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪০

রঙিন পোশাকে উজ্জল হলেও, সাদা পোশাকে বরাবরই বিবর্ণ বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ বছর পরেও টাইগারদের টেস্ট পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। ওয়ানডে ক্রিকেটে ভারতকে অনেকবার হারিয়েছে বাংলাদেশ। তবে টেস্টে এখনও জয় পায়নি তারা। তাই বলে তাদের হালকা করে নেওয়ার কোনো সুযোগ দেখেন না সুনিল গাভাস্কার। কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলের ব্যাপারে ভারতকে আগেভাগে সতর্ক করে দিলেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে এরই মধ্যে ভারতে গেছে বাংলাদেশ। চেন্নাইয়ে আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। গাভাস্কারের শঙ্কা, বাংলাদেশকে অবহেলা করলে পাকিস্তানের মতোই পরিণতি হতে পারে রোহিত শার্মার দলের।

পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০তে টেস্ট সিরিজে হারিয়ে ক্রিকেট বিশ্বের বাড়তি সমীহ আদায় করে নিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলকে প্রশংসায় ভাসিয়েছেন গাভাস্কারও।

২০২২ সালে বাংলাদেশ সফরে এসে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডেতে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত। টেস্টে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচে সফরকারীদের নাভিশ্বাস তুলে ছেড়েছিল বাংলাদেশ। অল্পের জন্য ওই ম্যাচে বেঁচে যায় ভারত।

ইন্ডিয়া টুডের খবর অনুসারে ভারতীয় গণমাধ্যম মিড-ডেতে নিজের লেখা কলামে বাংলাদেশকে প্রশংসায় ভাসান গাভাস্কার। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে নিজ দেশের ক্রিকেটারদের বার্তা দেন এই কিংবদন্তি ক্রিকেটার।

গাভাস্কার নিজের কলামে বলেছেন, 'পাকিস্তানের মাঠে খেলা দুই টেস্টেই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে, তারা এখন সমীহ করার মতো দল। কয়েক বছর আগেও, ভারত দল যখন বাংলাদেশে গিয়েছিল, তাদেরকে কঠিন পরীক্ষা নিয়ে ছিল বাংলাদেশ। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর তারা ভারতকেও কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।'

গাভাস্কারের মতে, তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া বাংলাদেশ দল কাউকে আর ভয় পায় না। তাই ভারতীয় দলকে জয় নিশ্চিত করতে বাংলাদেশকে কোনোভাবেই অবহেলা না করার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, 'বাংলাদেশ দলে কিছু দারুণ ক্রিকেটার আছে, কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় আছে যারা আর প্রতিপক্ষকে দেখে ভড়কে যায় না, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের শুরুর দিনগুলোতে দেখা যেত।'

তিনি আরও বলেন, 'এখন যেসব দল তাদের মোকাবিলা করবে, তারাও জানে বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ পাকিস্তানের মতো তাদেরও হারতে হতে পারে। তো এই সিরিজটি নিশ্চিতভাবেই দেখার মতো হবে।'

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :