যোগদান করেই আইনশৃঙ্খলা স্বাভাবিক করার ঘোষণা দিলেন চাঁদপুরের ডিসি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৫
অ- অ+

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমি স্থিতিশীল ও শান্তিপূর্ণ চাঁদপুর করতে চাই। সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। যে যার সংস্কৃতি পালন করবে। কোনো বাধা দেওয়া যাবে না। প্রত্যেকেই নিরাপদে নিজের সংস্কৃতি পালন করতে পারলেই চাঁদপুর স্থিতিশীল হবে।

সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সভায় গুরুত্বপূর্ণ যেসব আলোচনা হয়েছে, সেসব বিষয় নিয়ে আমি কাজ করবো। এজন্যে আমাদের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য চাঁদপুরবাসীকে সেবা দেওয়া।

দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কোনো দপ্তর দুর্নীতি করতে পারবে না। অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সবাইকে নিয়ে সমাজের অনিয়মগুলো দূর করবো। যেকোন পরিস্থিতি আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি সফিক দেওয়ান, জামায়াত ইমলামের আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা কাদের মাস্টার, হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান, গণফোরামের জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর, খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিণয় ভূষণ মজুমদার ও বাস্কেটবল একাডেমির উপকমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা