আমার দিকের গল্প আর বলার প্রয়োজন হবে না: প্রভা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে। অভিনয় কিংবা ব্যক্তিজীবন—কোনো কিছুতেই তিনি আলোচনায় নেই। পর্দায় তার দেখা না মিললেও মাঝেমধ্যে তার উপস্থিতি মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রভা। ক্যাপশনে দিয়েছেন একটি আবেগঘন বার্তা। বলার চেষ্টা করেছেন তার মনের জমানো কথা।

প্রভা লিখেছেন, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে। জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সকল ব্যাথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’

আরও লেখেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’

সবশেষ প্রভা লেখেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’ এই পোস্টের নিচে নানাজনে নানা মন্তব্য করেছেন। কিন্তু প্রভা কারও মন্তব্যের কোনো জবাব দেননি।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :