আমার দিকের গল্প আর বলার প্রয়োজন হবে না: প্রভা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১
অ- অ+

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে। অভিনয় কিংবা ব্যক্তিজীবন—কোনো কিছুতেই তিনি আলোচনায় নেই। পর্দায় তার দেখা না মিললেও মাঝেমধ্যে তার উপস্থিতি মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রভা। ক্যাপশনে দিয়েছেন একটি আবেগঘন বার্তা। বলার চেষ্টা করেছেন তার মনের জমানো কথা।

প্রভা লিখেছেন, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে। জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সকল ব্যাথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’

আরও লেখেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’

সবশেষ প্রভা লেখেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’ এই পোস্টের নিচে নানাজনে নানা মন্তব্য করেছেন। কিন্তু প্রভা কারও মন্তব্যের কোনো জবাব দেননি।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা