জাবির তিন প্রশাসনিক পদে নিয়োগ পেলেন যারা
উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ পদে নিয়োগ হয়েছে নতুন তিন অধ্যাপকের। এর মধ্য দিয়ে পূর্ণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক তিন গুরুত্বপূর্ণ পদ।
নিয়োগপ্রাপ্তরা হলেন—উপ-উপাচার্য (প্রশাসন) পদে ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) পদে অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আব্দুর রব।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন,১৯৭৩ এর ১৩ (১) ধারা এবং ১৪ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ নিয়োগ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে এবং উপর্যুক্ত পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, দীর্ঘদিন থেকে যে স্বৈরাচার সরকার ক্ষমতায় বসেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং ছাত্রদের আন্দোলনের সাথে আমি সবসময় ছিলাম সবসময় থাকব। এই ক্যাম্পাসে নতুনভাবে সাজাতে চাচ্ছি। তবে এই ক্যাম্পাস করা সংস্কার শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএস)