বিরামপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৫:৪১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার আদর্শ হাইস্কুল হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের বিগত আওয়ামী লীগ সরকারি দলের নেতা-কর্মী ও তাদের দলীয় নির্দেশিত প্রশাসনের দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে অনেক নির্দোষ-লড়াকু সৈনিক, পথিতদশা, ত‍্যাগী, জ্ঞানী ও গুণী ১১ জন ব‍্যক্তিদের ফাঁসিতে হত‍্যা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতি অত‍্যাচার ও জুলুম চালিয়েছিল। এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় মসলিশের শুরা সদস‍্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মো. আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মসলিশের শুরা সদস‍্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, বিরামপুর উপজেলা জামায়াতের আমীর আধ্যাপক মো. মকছেদ আলি, নায়েবে আমীর মো. আবুল বাশার, সেক্রেটারি মাওলানা মো. আবু হানিফ প্রমুখ।

এ সময় বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজার সভাপতি মোরশেদ মানিক ও বিরামপুর প্রেসক্লাব কলাবাগান আহ্বায়ক শাহ আলমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনতা ও মান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের উত্তরে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় মসলিশের শুরা সদস‍্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের দুর্নীতির বিরুদ্ধে লিখে সাহসিকতার পরিচয় দানের আহ্বান জানান। সেই সাথে তিনি আসন্ন শারদীয় দুর্গাউৎসবে সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সুষ্ঠুভাবে পালনের সহায়তা করার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :