ফরিদপুরের শিক্ষার্থীদের সাত দিনই বাসে হাফ ভাড়া

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৫:১০| আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৫:৩১
অ- অ+

সপ্তাহের সাত দিনই সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীদের জন্যহাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দেওয়া হয়েছে। বাসে অর্ধেক ভাড়ার সুবিধা পেতে শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

শনিবার ফরিদপুর বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আয়োজিত এক সভায় ঘোষণা দেওয়া হয়।

সবার শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার নতুন বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়ে এই সভা হয়।

সময় উপস্থিত ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবরার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল, শাহরিয়ার রফিন প্রমুখ।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার। তবে ঈদের দশ দিন আগে-পরে এবং দুর্গাপূজার পাঁচ দিন আগে-পরের সময়টুকু এই সিদ্ধান্তের বাইরে থাকবে।’

(ঢাকাটাইমস/৫অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক
জামায়াতে ইসলামীর সমাবেশে প্রথম পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা