আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল: শান্ত

হঠাৎ করেই যেনো ছন্দ হারিয়ে ফেললো বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করার পর ভারতের মাটিতে নিজেরাই হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল শান্তর দল। সেই হারের ক্ষত সেই হারের ক্ষত টি-টোয়েন্টি সিরিজে ভালো করে ভুলতে চেয়েছিল টাইগাররা।
সেই লক্ষ্যে গতকাল রবিবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এ ম্যাচেও পাত্তা পেলেন না লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুই ইউনিটেই ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই। ব্যাট হাতে ৫০ রানের আগেই সাজঘরে ফিরেছেন দলের অর্ধেক ব্যাটার। বল হাতে পাওয়ারপ্লেতেই বাংলাদেশ হজম করেছে ৭১ রান।
তবে এমন হতশ্রী পারফরম্যান্সের পরেও নিজেদের এত খারাপ দল বলতে নারাজ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বিশ্বাস করেন এরচেয়ে ভালো দল বাংলাদেশ, ‘খারাপ হয়েছে যে সেটাও বলবো না। আমার মনে হয় যে, এর থেকে আমরা ভালো দল। শেষ অনেকদিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’
নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে শান্ত বলেন, ‘আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম, সে জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক অবশ্য স্বীকার করে নিয়েছেন তার দলের পুরোটাই ছিল ব্যর্থতার চাদরে মোড়া। জোর দিয়েছেন ভালো শট খেলার দিকে, ‘আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবেই, তবে কখন কোন শট খেলব, এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না। আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে।’
(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন