নিয়ম রক্ষার ম্যাচে রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
ভালো খেলার স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের মেয়েরা। তবে এরপরেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ টাইগ্রেসদের। আর তাই দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার জন্য হলেও শেষ ম্যাচটি জিতে ইতিবাচক কিছু নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা জ্যোতিদের আশা জাগাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জয় করার স্মৃতি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করে জ্যোতিরা। দেশ ছাড়ার আগে জ্যোতিদের প্রাথমিক লক্ষ্যই ছিল কমপক্ষে একটি জয় তুলে নেওয়া। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সেই স্বপ্ন পূরণ করে ১০ বছরের খরা কাটিয়েছিল টাইগ্রেসরা। জিতলেও অবশ্য ব্যাটিং মন ভরাতে পারেনি। এই ম্যাচটিতে ব্যাটিং ভালো না হলেও জিততে খুব বেশি সমস্যা হয়নি। প্রথম ম্যাচে জয়ের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাকি দুই ম্যাচে ছন্নছাড়া ব্যাটিং করেছে বাংলাদেশ। এই ব্যাটিং ব্যর্থতার কারণে তারা ন্যূনতম লড়াই পর্যন্ত করতে পারেনি।
ব্যাটিংয়ে দৈন্যদশার কথা স্বীকার করলেন অধিনায়ক। দায়িত্ব নেয়ার মত ব্যাটারের অভাব। দু’ওপেনার আউট হবার পর তাই, পরের ব্যাটারদের টিকে থাকতে লড়াই করতে হয়। সাফল্য পেতে দল হিসেবে খেলার বিকল্প দেখছেন না নিগার সুলতানা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা বুঝাই যাচ্ছে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের ব্যাটাররা স্ট্রাগল করছে। বিষয়টা এমন না যে অ্যানালাইসিস করে বের করতে হবে। আসলে দুই একটা ব্যাটার নিয়ে আসলে ম্যাচ জেতা পসিবল হয় না।
সমস্যা থেকে উত্তরণে টিম ম্যানেজমেন্ট নয়, ক্রিকেটারদেরই সমাধান বের করতে হবে। নিগার বলেন, লম্বা সময় ধরে আসলে এটাই হয়ে আসছে। দারুণ শুরুর পর আমরা সেটা কন্টিনিউ করতে পারছি না। ভালো ক্রিকেট খেলার পরও আমরা ম্যাচ জিততে পারছি না। এই প্রশ্নগুলো আসলে আমাদের ভেতর থেকে আশা উচিত। এ জিনিসগুলো থেকে কিভাবে বের হতে হবে এটা আলাদাভাবে চিন্তা করা উচিত।
শেষ ম্যাচে বাংলাদেশের চাওয়া ইতিবাচক মোমেন্টাম নিয়ে দেশে ফেরা। নিগার বলেন, শেষ ম্যাচে আমাদের একটা সুযোগ ছিল যদি আমরা জিততাম তাহলে একটা সমীকরণের বিষয় থাকত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি আমরা ভালো শেষ করতে পারি তাহলে আমাদের জন্য একটা টেকব্যাক থাকবে যে, অন্তত আমরা যাওয়ার আগে একটা ভালো কিছু নিয়ে যাচ্ছি।
(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এনবিডব্লিউ)