বিপিএল প্লেয়ার্স ড্রাফট: এখন পর্যন্ত যারা যে দলে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৩:০৪
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) ২০২৫ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট চলছে। প্লেয়ার্স ড্রাফটে ইতোমধ্যে সবাই নিজেদের দল গোছাচ্ছে। প্রথমেই দেশি খেলোয়াড়দের দুই সেটের ড্রাফট শেষ হয়। এরপরেই আসে বিদেশী ক্রিকেটারদের ড্রাফট।

ড্রাফটের প্রথম সেটে ছিলেন স্থানীয় খেলোয়াড়রা। তাতে সবার আগে ডাক পেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। এরপরেই লিটন দাসকে নেয় ঢাকা ক্যাপিটালস। বড় খেলোয়াড়ের পেছনে যায়নি চট্টগ্রাম কিংস। তবে আগ্রহের তালিকায় ওপরের দিকে আছেন পেসাররাই।

দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি আরও একবার নামবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তার মতোই আগের দল ফরচুন বরিশালে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দ্বিতীয় সেটে এসে প্রথমেই দল পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গিয়েছেন তামিম ইকবালের দল বরিশালে। সৌম্য সরকার যাচ্ছেন রংপুর রাইডার্সে। অভিজ্ঞ ইমরুল কায়েস কুমিল্লা পর্ব শেষ করে যাচ্ছেন খুলনায়। রহস্য স্পিনার আলিস আল ইসলামকে দলে নিয়েছে চিটাগাং কিংস।

দেশি খেলোয়াড়দের দুই সেটের ড্রাফট শেষ হয়। এরপরেই আসে বিদেশী ক্রিকেটারদের ড্রাফট। বিদেশি খেলোয়াড়ের এই সেটে প্রথমেই ঢাকা ক্যাপিটালস দলে টেনেছে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে। এরপরেই আকিফ জাভেদকে দলে নিয়েছে রংপুর। মোহাম্মদ হাসনাইনকে নিয়েছে খুলনা টাইগার্স। এরপরেই যুক্তরাজ্যের দুই খেলোয়াড় জেমস ফুলার ও গ্রাহাম ক্লার্ক গিয়েছেন বরিশাল ও চট্টগ্রামে।

রাউন্ড ২-এ এসে সবচেয়ে বড় নাম পাথুম নিশাঙ্কা। লঙ্কান এই আগ্রাসী ব্যাটারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আগের আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির ভরসা ছিলেন কার্টিস ক্যাম্ফার। আইরিশ এই অলরাউন্ডারকে এই রাউন্ডে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট এই রাউন্ডে সবার আগে সুযোগ পেয়ে দলে নেয় আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি।

ঢাকা: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাইম আইয়ুব, আমির হামজা

রাজশাহী: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন

চট্টগ্রাম: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল খুলনা: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি রংপুর: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার সিলেট: রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি বরিশাল: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা