ঘূর্ণিঝড় দানা: বৃষ্টিতে বরিশালে জলাবদ্ধতা, অভ্যন্তরীণ রুটের লঞ্চ বন্ধ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১৬:১৭
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শুরু হয়েছে বৃষ্টি। টানা বর্ষণে বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলিসহ নিম্নাঞ্চল তলিয়েছে। পানিবন্দি নগরবাসী পড়েছেন দুর্ভোগে। ঘূর্ণিঝড় সতর্কতায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

টানা বৃষ্টির কারণে নগরীর সদর রোড, অক্সফোর্ড মিশন রোড, পলাশপুর, রসুলপুর, মোহাম্মদপুর, কাউনিয়া, প্যারারা রোড, রূপাতলী হাউজিং, কলেজ অ্যাভিনিউ, বটতলা এলাকাসহ নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। ঘরে পানি ওঠায় চরম ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা।

কলেজ অ্যাভিনিউ এলাকার বাসিন্দা এলবার্ট বল্লব রিপন বলেন, অল্প বৃষ্টি হলেই বাড়ির মধ্যে পানি চলে আসে। জলাবদ্ধতা এলাকার নিত্যদিনের ঘটনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে এই দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করেন তিনি।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন, ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এটি বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার সকালে ওড়িশা পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।

দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর বরিশাল নদীবন্দরে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩.৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাঝে মাঝে ঘণ্টায় ৪০-৪৫ নটিক্যাল মাইল গতিতে দমকা হওয়া বইছে।

বেলা ১১টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টি দমকা বাতাসের কারণে বারিশাল থেকে অভ্যন্তরীণ রুটে একতলা লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে রাতে দূরপাল্লার লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/মোআ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা